দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-১৭ ১৪:৪৯:৫৩


লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রশিদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি রেজাউল হক রানা, বালিকা বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের সভাপতি তারেক আজিজ জনি সহ সবুজ বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ভোক্তা অধিকার কর্মকর্তাদের ভূমিকা রাখা সহ স্থানীয় জেলা জেলা প্রশাসন, পৌর প্রশাসন কে যৌথভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করার আহবান জানান।

এছাড়াও ব্যবসায়ীদের সবাই সবার জায়গা থেকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে ইমানী দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

এম জি