ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-১৮ ১০:৩২:৫৮
ফরিদপুরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বজ্রপাতে ইমন জমাদ্দার (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন জমাদ্দার সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা আফজাল জমাদ্দারের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলের বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ইমন জমাদ্দার তার জমিতে পেঁয়াজের চাড়া রোপণ করছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এনজে