কাজের মেয়ে লিজা হত্যা

এএসপি জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে

সানবিডি২৪ আপডেট: ২০২৪-১০-১৮ ১৮:০৬:১৫


রাজধানীর শান্তিনগরে লিজা আক্তার নিহতের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জুয়েল রানাকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক পায়েল হোসেন আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত থাকাকালীন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নথি থেকে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর নিহতের পিতা মো. জয়নাল শিকদার বাদী হয়ে রমনা থানায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন শান্তিনগর মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালীন বাসার বারান্দায় আসেন লিজা আক্তার। এ সময় এলাকার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে লিজার পেটে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে গত ২২ জুলাই বিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এম জি