শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বর্বরতা: ২১ নারীসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৯ ১২:২০:৫৬


দখলদার ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২১ নারী। শুক্রবার সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

জাবালিয়া শরণার্থী ক্যাম্প দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা বলেন, জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত হয়েছেন ৭০ জন। তাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দখলদার ইসরায়েল। খবর-আলজাজিরা

এ বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রাণলায় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলি সীমান্তের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এছাড়া ২৫০ জনের মতো নাগরিককে জিম্মি করে নিয়ে গাজায় আনে। এরপর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়া ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে আসছে। গাজায় চলমান এ হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০।

এনজে