সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৯ ১২:৩৪:৫৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর কমেছে ২০ দশমিক ৯১ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.৮০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিলের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৮৩ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯.৭০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি কোম্পানির ১৮.১৪ শতাংশ, নর্দান জেনারেল ইন্সুরেন্সের ১৬.৩০ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ১৫.২৫ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ১৪.৮১ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ১৪.২৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ১৪.১৬ শতাংশ এবং শামপুর সুগার মিলস লিমিটেডের ১৪.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস