দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের ২ উইকেটের পতন

আপডেট: ২০১৬-১০-২৯ ১২:০১:১৯


alastairবাংলাদেশের বিপক্ষে চলমান রকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতেই ইংলিশদের দুটি উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। ইনিংসের ১৪.৩ ওভারে অর্থাৎ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই গতকাল শুক্রবারের অপরাজিত মঈন আলীকে (১০) বোল্ড করেন মেহেদী। ১৫.৪ ওভারে মুমিনুল হকের সহযোগিতায় বেন স্টোকসকে (০) সাজঘরে ফেরান তাইজুল। ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৯২ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৩.৫ ওভারে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫০ রান করেছিল ইংল্যান্ড। অর্থাৎ প্রথম দিনে ৭৬.২ ওভারে দুই দলের মোট ১৩ উইকেটের পতন হয়।

প্রথম দিনের প্রথম সেশনের ২৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৮ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের ২৮ ওভারে স্বাগতিদের সংগ্রহ ৮৭ রান; এ সময়ে মুশফিকবাহিনীর ৫ উইকেটের পতন হয়। তৃতীয় সেশনে ৭.৫ ওভারে বাকি ৪ উইকেট হারায় বাংলাদেশ; এ সময় স্বাগতিকদের স্কোরকার্ডে যোগ হয় মাত্র ১৫ রান। এরপর ১২.৩ ওভারে ৫০ রান তুলতে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক টেস্টের মাইলফলক স্পর্শ করেন এ ডানহাতি ব্যাটসম্যান। এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল এ মাইলফলক স্পর্শ করেন। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৪ রানে আউট হন মুশফিক।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টিফেন ফিন।