কাশ্মিরে পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফ সদস্য নিহত

প্রকাশ: ২০১৬-১০-২৯ ১৩:১০:০৫


bsfজম্মু-কাশ্মির এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হওয়ার পর বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর এক আহত সদস্যের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া। সেখানে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দাবি করা হয়, সন্ত্রাসীরা ভারতের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে পালিয়ে যাবার সময় সেনাবাহিনী গুলি চালায়। এ সময় দুই সন্ত্রাসী নিহত হয়। কিন্তু অন্য সন্ত্রাসীদের বাঁচাতে পাকিস্তান সীমান্ত থেকে গুলি বর্ষণ করা হয়। তাদের গুলিতে বিএসএফ এর হেড কনস্টেবল নিহত হন। সন্ত্রাসীরাও পাকিস্তান সীমান্তে পালিয়ে যায়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলার মাচাল সেক্টরে লাইন অব কন্ট্রোলের নিকটবর্তী স্থানে হঠাৎ করে হামলা চালায় সন্ত্রাসীরা এ সময় এক সেনা সদস্য ও এক বিএসএফ সদস্য গুরুতর আহত হয়। শুক্রবারের এই ঘটনায় সেনা সদস্য কিছু সময় পরেই মারা যায়। অন্যদিকে বিএসএফ সদস্য চিকিৎসাধীন অবস্থা শনিবার মারা যায়।
শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালালে তাদের ধাওয়া করে ভারতের সেনা সদস্যরা। এ সময় ভারতের সেনা সদস্য ও বিএসএফ বাহিনীর গুলিতে নিহত হয় দুইজন সন্ত্রাসী। বাকিদের ধরার জন্য ভারতীয় সেনাবাহিনী ধাওয়া দিলে পাকিস্তান বর্ডার থেকে গুলি করা শুরু হয়। আর তাদের এই গুলি করার কারণে সন্ত্রাসীরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফ সদস্য পাকিস্তানী বাহিনীয় গুলিতে এ সময় আহত হয়। এ ছাড়াও আরো বেশ কয়েকজন সাধারণ মানুষও আহত হয় বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনী।
এই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান অস্ত্র বিরতি রাখার কথা থাকলেও তারা বিষয়টি ভঙ্গ করেছে। এর যথোপযুক্ত ফল তারা পাবে। ডিএনএ ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়া।