নর্দানে চলছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা
প্রকাশ: ২০১৬-১০-২৯ ১৭:০৭:০৮
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এ আজ থেকে শুরু হয়েছে ৭দিন ব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । সহ-শিক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে প্রতি বছর নর্দান ইউনির্ভাসিটি আয়োজন করে থাকে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা।ফিতা কেটে এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার মো. আনোয়ার হোসাইন,ব্যবসা প্রশাসন অনুষদের সহযোগী ডীন প্রফেসর ড. খন্দকার সাফায়াত হোসেন, সহকারী অধ্যাপক মো. রায়হান-উল- মাসুদ এবং এডিশনাল রেজিস্ট্রার মো.আবুল হোসেন।
উদ্বোধন শেষে বক্তব্যে প্রফেসর ড. আনোয়ারুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পড়াশুনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম এর গুরুত্ব অপরিসীম। আর এ ধরনের ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রোগ্রাম ছাত্রছ্ত্রাীদের ভিন্ন পথে বিপদগামী হতে বিরত রাখবে বলে আশা করি।
৭দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস