তিন সপ্তাহ পর খাদিজার অস্ত্রোপচারের সম্ভাবনা

প্রকাশ: ২০১৬-১০-২৯ ১৮:২৪:১২


khadizaসিলেটের কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের মাথার ডান পাশে ও বাম হাতে তিন সপ্তাহ পর অস্ত্রোপচার করার সম্ভাবনা রয়েছে। খাদিজার বাবা মাসুক মিয়াকে এমনটি জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার দুপুরে মাসুক মিয়া বলেন, খাদিজার অবস্থা আগের চেয়ে ভালো। তাকে প্রতিদিন কিছু সময়ের জন্য হুইল চেয়ারে ঘোরানো হয়। সকালে তাকে রুটি, জেলি, ডিম আর দুধ খাওয়ানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আগামী তিন সপ্তাহ পর মাথার ডান পাশে ও বাম হাতে অস্ত্রোপচার করা হতে পারে।

তবে এ ব্যাপারে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মোবাইলে ফোন করা হলেও স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন রিসিভ করেননি।

মাসুক মিয়া আরো জানান, তিনি মেয়েকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু স্কয়ারের চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, দেশের বাইরে নেওয়ার প্রয়োজন নেই। এখানে খাদিজার ভালো চিকিৎসা হচ্ছে।

স্কয়ার হাসপাতালে গিয়ে জানা যায়, ১১২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা। কেবিনের সামনে নিরাপত্তারক্ষী রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দর্শনার্থী হিসেবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আইসিই্উতে খাদিজার সঙ্গে সাংসদের সেলফি তোলা নিয়ে সংবাদ প্রচারের পর বেশি কড়াকড়ি করা হয়েছে। এমনকি কর্তব্যরত নার্সকে মোবাইল ফোন বাইরে রেখে কেবিনে যেতে হয়।

গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম খাদিজার ওপর হামলা চালায়। ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালে প্রথম দফায় খাদিজার মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর আইসিইউ থেকে এইচডিইউ-তে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়।