জেড আই পান্নার নাম মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-১০-২১ ১৬:০৩:৩৯
হত্যাচেষ্টা মামলা থেকে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন মামলাটির বাদী মো. বাকের।
সোমবার (২১ অক্টোবর) খিলগাঁও থানার ওসি বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। কারণ হিসেবে তিনি দাবি করেছেন, অজ্ঞতা ও ভুলবশত তিনি জেড আই খান পান্নাকে আসামি করেছিলেন।
গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় হত্যা চেষ্টা মামলাটি করেছিলেন মো. বাকের। মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই বিকাল সাড়ে চারটায় মেরাদিয়া বাজার এলাকায় পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ ও বিজিবি গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আহাদুল ইসলাম। এ ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি করা হয় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। জেড আই খান পান্না ৯৪ নম্বর আসামি ছিলেন।
এদিকে, এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। সোমবার (২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।
এম জি