প্রিয়াঙ্কার স্বপ্নের বাড়ি
প্রকাশ: ২০১৬-১০-৩০ ১৭:৪৬:৩৩
ঢাকার কামরাঙ্গীরচরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মার্সেল। স্থানীয় কে.সি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ৯ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
দেশীয় ইলেট্রনিক্স পণ্যের ব্র্যান্ড মার্সেল সারাদেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। মার্সেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৬ এর অংশ হিসেবে কামরাঙ্গীর চরে বৃহস্পতিবার বিকেলে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কামরাঙ্গীরচরে মার্সেল ডিলার নিউ সিটি ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে পরিবেশক মো. মাসুম ও মো শামীম এই স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য সকল পণ্যে ১০ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র করা হয়। এতে আটজন বিজয়ীকে পুরষ্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী শিক্ষানুরাগী আব্দুল করিম খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. হুমায়ূন কবির, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন, মার্সেল সাউথ- এর সিনিয়র ডিরেক্টর ও বিভাগীয় প্রধান শামীম আল মামুন ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ শহীদ চৌধুরী, এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা মিরা।
এ ছাড়া অনুষ্ঠানে মার্সেল হাসো’র দুই তারকা মহারাজ ইমন ও মিলানোভা উপস্থিত ছিলেন। ক্রেস্ট প্রদানের মাঝে মাঝে তারা পারফর্ম করেন। তাদের পেয়ে মুহূর্তে যেন আনন্দের জোয়ারে ভাসতে শুরু করে শিশু কিশোর, শিক্ষক শিক্ষিকা ও বয়স্ক সকলে। হাসি আর করতালিতে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম খান টিপু বলেন, ‘যে মায়েরা সচেতন তাদের সন্তানরা ভাল ফলাফল করে। তাই মায়েদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আপনারা যদি ভালভাবে খেয়াল রাখেন তাহলে আপনারাও সেই ফল পাবেন। আপনাদের সন্তান ভাল করলে আপনাদের মুখ উজ্জ্বল হবে।’
মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. হুমায়ূন কবির বলেন, ‘আমরা দেশকে ভালবাসি। এই দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি প্রয়োজন। সে লক্ষ্য নিয়ে মার্সেল কাজ করে যাচ্ছে।’ এই অনুষ্ঠানে তিনি সবাইকে মার্সেলসহ সকল দেশী পণ্য ব্যবহার করার জন্য শপথ নেওয়ার আহবান জানান। তিনি মার্সেলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে একটি ৩২ ইঞ্চি মার্সেল এলইডি টিভি উপহার হিসেবে দেন । এই টেলিভিশনে দিনে অন্তত আধাঘণ্টা হলেও শিক্ষার্থীদের শিক্ষামুলক অনুষ্ঠান দেখানোর অনুরোধ জানান।
মার্সেলের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন বলেন, ‘নিরাপদ সড়ক চাই, ভেজাল মুক্ত খাদ্যের দেশ চাই- এ ধরনের বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচি আমরা করে আসছি। এরই পাশাপাশি শিক্ষার্থীদের অনুরেপ্ররণা দেওয়ার জন্য এ ধরনের অনুষ্ঠান করে থাকি। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাদেরকে অনুপ্রেরণা দিতেই এখানে এসেছি। আশা করি এই স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভাল করবে ও ভাল রেজাল্ট করে দেশের উন্নয়নে ভূমিকার রাখবে।’
মার্সেল সাউথের প্রধান শামীম আল মামুন বলেন, ‘মার্সেল সর্বোচ্চ মানের ইলেকট্রনিক্স ও ইলেট্রিক্যাল পণ্য বাজারজাত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং খেলাধুলা ক্ষেত্রে পৃষ্ঠাপোষকতা করে আসছে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য মার্সেল এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবে।’
মার্সেল সাউথের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ শহীদ চৌধুরী বলেন, ‘মার্সেল দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। আমরা শুধু ব্যবসায়িক মনোভাব নিয়ে কাজ করছি না। শিশুরা দেশের ভবিষ্যত। এই শিশুদের মেধা বিকাশে মার্সেল বিভিন্ন প্রণোদনামূলক কাজ করে যাচ্ছে। খেলাধুলা ক্ষেত্রে আমরা খুবই গুরুত্ব দিয়ে যাচ্ছি। চিত্রনায়ক আমিন খানের নেতৃত্বে ভেজাল খাদ্যবিরোধী আন্দোলনকে মার্সেল সার্বিক সহযোগিতা করে আসছে।’
স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা মিরা বলেন, ‘মার্সেলের এমন আয়োজনে আমরা সত্যিই অবিভূত। আমরা আশা করি আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভাল রেজাল্ট করবে এবং মার্সেল ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে।’
সংবর্ধণা পেয়ে কৃতি শিক্ষার্থী মো. মোস্তাকিম বলেন, ‘আগে কখনো আমাদের স্কুলে এ ধরনের অনুষ্ঠান হয় নি। দেশের একটি শীর্ষ স্থানীয় ব্র্যান্ড মার্সেল আমাদের এখানে এসে আমাদের মূল্যায়ন করলো, আমাদের সংবর্ধণা দিলো, সত্যি এটা অনেক আনন্দের। ক্রেস্টও অনেক সুন্দর হয়েছে, যেখানে আমাদের গর্বিত বাবা মায়ের নাম রয়েছে। অনেক ভাল লাগছে। মার্সেলকে আন্তরিক অভিনন্দন।’