নতুন আঙ্গিকে ইবির ওয়েব পোর্টাল উদ্বোধন
প্রকাশ: ২০১৬-১০-৩১ ১০:২২:৪১
তথ্য প্রযুক্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরো এক ধাপ এগিয়ে নিতে নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রাশিদ আসকারী এ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যলয়ের উপাচার্যের কার্যালয়ে নতুন এই য়েব পোর্টল উদ্বোধন করেন। উক্ত ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করার পর তাদেরকে একটি পাসওয়ার্ড দেয়া হবে। পরবর্তিতে এর দ্বারা শিক্ষক শিক্ষার্থীরা তাদের নিজস্ব পেজ খুলে নিতে পারবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাদের নিজস্ব পেজে প্রত্যেকের একাডেমিক রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এছাড়াও একাডেমিক সংক্রান্ত সকল তথ্য শিক্ষার্থীদের মাঝে পৌছে দেয়া হবে। এর মাধমে বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তিতে অনেকটাই সমৃদ্ধশালী হবে বলে মনে করেন উপস্থিত বক্তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রাশিদ আসকারী বলেন, ‘উক্ত ওয়েব পোর্টাল চালুর মাধমে বিশ্ববিদ্যলয় তথ্য প্রযুক্তিতে অনেকটাই সমৃদ্ধশালী হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখবে।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম ত্বোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, সহকারী পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস