মাহমুদুর রহমানের জামিন আপিলে বহাল

প্রকাশ: ২০১৬-১০-৩১ ১১:২১:১৪


mahmudurপ্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ‌‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
মাহমুদুর রহমানের পক্ষে এ জে মোহম্মদ আলী  ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।
গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলায় মাহমুদুর  রহমানকে জামিন দেয়।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় গত ১৬ এপ্রিল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস