পিএসসির সচিব হলেন সানোয়ার জাহান
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১০-২২ ২০:২৬:১১
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি দিয়ে তাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক থেকে তাকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়।
এদিকে অন্য এক প্রজ্ঞাপনে পিএসসির সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বিএইচ