জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ: ২০১৬-১০-৩১ ১৮:১৮:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবির) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ডি ইউনিটের ৫৯০টি আসনের (মানবিক ৩৬০, বিজ্ঞান ১৪৪, বাণিজ্য ও অন্যান্য ৮৬) বিপরীতে ৪৮,০২৬ জন আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩৫,৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করেছিল। ডি ইউনিটের মানবিক শাখায় ২,১২৫ জন, বিজ্ঞান শাখায় ৩,৫৫৩ জন এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১,৬৮২ জনসহ মোট ৭,৩৬০ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।