কেডিএসের ইপিএস ৩৯ পয়সা
প্রকাশ: ২০১৬-১০-৩১ ১৮:৪১:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রন্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৬) আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪৮ পয়সা।
এদিকে গত বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ফলে ৫২ লাখ নতুন শেয়ার যুক্ত হয়েছে। এই শেয়ার ধরে হিসাব করলে কোম্পানিটির গত বছর ইপিএস ছিল ৩৪ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২২ টাকা ৬৫ পয়সা।
উল্লেখ্, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।