নবীগঞ্জে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত
আপডেট: ২০১৬-১১-০১ ১৫:৪৫:৪৫
হবিগঞ্জের নবীগঞ্জে টিলা থেকে মাটি কাটার সময় পাহাড় ধসে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাকুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৩৫) ও একই ইউনিয়নের খায়েস্তা গ্রামের শাওন উল্লার ছেলে মাসুক মিয়া (৪০)।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন বলেন, মঙ্গলবার সকালে শ্রমিকরা শংকরসেনা এলাকায় পাহাড়ি টিলা থেকে মাটি কাটতে যান। এ সময় পাহাড় ধসে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।