জাজের নতুন নায়িকা ফারিন খান

প্রকাশ: ২০১৬-১১-০১ ১০:৫০:১৮


farin-khanসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন নায়িকার নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন নায়িকা হিসেবে হুমায়রা ফারিন খানের নাম ঘোষণা করেন জাজের চেয়ারম্যান আব্দুল আজিজ।

মিউজিক ভিডিওর মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্রে আগে পা রাখেননি ফারিন। সাভারের এই মেয়ে মিডিয়াতে তেমন পরিচিত নন। টুকটাক র‌্যাম্প মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে আগে। ফারিন নামেই চলচ্চিত্রে দেখা যাবে এই নবাগতকে।

এর আগে জাজ মাল্টিমিডিয়ার সৃষ্টি দুই নায়িকা মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া জাজের আরেক সৃষ্টি ছিল জলি। এদের মধ্যে মাহি ও নুসরাতের সাফল্যের কারণে চতুর্থ নায়িকা কে আসছেন- এ নিয়ে চলচ্চিত্র অঙ্গণে শুরু হয়েছিল জল্পনা কল্পনা। অবশেষে সন্ধ্যায় সব জল্পনার অবসান ঘটান জাজের চেয়ারম্যান আব্দুল আজিজ।

জাজের নতুন নায়িকা অভিনয় করবেন জাজের আগামী চলচ্চিত্রে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং মালেক আফসারি নতুন এই সিনেমার চুক্তিপত্রে সইও করেছেন। তবে এই সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি জাজের পক্ষ থেকে।