বুবলিকে নিয়ে মিথ্যাচার করায় সাকিব খানের দুঃখ প্রকাশ

প্রকাশ: ২০১৬-১১-০১ ১৭:০১:০৯


bubly-sakibশাকিব-অপু জুটির পর এখন ইন্ডাস্ট্রিতে শাকিবের সাথে নবাগত নায়িকা বুবলির জুটি বেশ জনপ্রিয়। গত ঈদে তাদের দু’টি ছবিই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে বিষয়টি নেতিবাচক হিসেবে প্রচার হচ্ছে অনেকভাবেই। অনেকে বলছেন শাকিবের সাথে জুটি বাঁধার কারণেই বুবলি ইন্ডাস্ট্রিতে ব্যাপক প্রচার পাচ্ছে। তবে এই বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলছেন নায়ক শাকিব খান।

তিনি বলেন, ‘একজন নায়িকার যদি নিজস্ব কোন প্রতিভা না থাকে তাহলে জনপ্রিয়তা সম্ভব নয়। আমার সাথে তো অনেক নায়িকাই জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু কয়জন আলোচনায় এসেছেন। বুবলিকে নিয়েই মিথ্যাচার খুবই দুঃখজনক। তিনি তার নিজ গুণেই এগিয়ে যাচ্ছেন।’

শাকিব খান সম্প্রতি ‘সত্ত্বা’ ছবির কাজ করলেন। এছাড়া আবারও তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করবেন। এই ছবিতে ওপার বাংলার শুভশ্রীর সাথে দেখো যাবে তাকে। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘আশা করি এই কাজটিও নতুন একটি অভিজ্ঞতা হবে। দর্শকরা আবারও নতুন এক শাকিবকে দেখতে পাবে। আগামী বছর ছবিটি মুক্তি পাবে।’