ব্রাজিলে গুহার ছাদ ধসে নিহত ১০

প্রকাশ: ২০১৬-১১-০২ ১১:০৪:০২


brasil-dhosব্রাজিলের টোকানটিনস রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গুহার ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রাজ্যটির সান্তা মারিয়া শহরের ‘কাসা দা পেদ্রো’ গুহায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে ৫০ জনেরও অধিক ধর্মীয় উপাসক উপস্থিত ছিলেন।

এদিকে এ দুর্ঘটনায় আহত হয়ে স্থনীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন। প্রাথমিকভাবে গুহার ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।