‘৭ নভেম্বর সমাবেশ হবেই, হানিফ পারলে ঠেকাও’

আপডেট: ২০১৬-১১-০২ ১৪:৩৮:৩২


bnp৭ নভেম্বর বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে কোনো মূল্য সমাবেশ করবে বিএনপি। তুমি হানিফ পারলে ঠেকাও।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ এক আলোচনা সভায় তিনি এ চ্যালেঞ্জ জানান।

আলাল বলেন, “২৬ মার্চ স্বাধীনতা দিবস হলে, ৭ নভেম্বরকে সার্বভৌমত্ব দিবস ঘোষণা করা উচিৎ।”

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, “জনস্বার্থে নয়, আওয়ামী লীগের স্বার্থে সংবিধান সংশোধন করা হয়। ভবিষ্যতে দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলে এ সরকারের সংশোধন করা সংবিধান পুনর্বিবেচনা করা হবে।”

১০ টাকায় বিক্রি করা চাল নিয়ে আওয়ামী লীগ নতুন করে লুটপাট শুরু করেছে দাবি করে তিনি বলেন, “১০ টাকা কেজি চাল দেয়ার নাম করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা লুটপাট শুরু করেছে।”