ক্রিকেটার মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: ২০১৬-১১-০৩ ১৩:৩৪:১২


mirazইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই নানা রেকর্ডের জন্ম দিয়েছেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এবার বাংলাদেশ ক্রিকেটের তরুণতম এই তারকার পরিবারের জন্য খুলনায় একটি বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টেস্ট দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন তিনি। জয়ের অবদান রাখায় প্রধানমন্ত্রী মিরাজকে ফোন করেও অভিনন্দন জানান।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলে মোট ১৯টি উইকেট শিকার করেন অলরাউন্ডার মিরাজ। তাকে নিয়ে তাই বিশ্ব ক্রিকেটে এখনো হইচই। তবে এই টেস্টেই প্রথম নয়। অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মিরাজ। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি মিরাজই জিতে নিয়েছিলেন।