অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পে ২২ সদস্যের স্কোয়াড

আপডেট: ২০১৬-১১-০৬ ১৪:০০:১৬


bcbআগামী ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে টাইগাররা। সেই ক্যাম্পের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ওই ক্যাম্পের জন্য ৯ জনের স্ট্যান্ডবাই তালিকাও প্রকাশ করেছে বিসিবি।

আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় প্রস্তুতিমূলক ক্যাম্প করতে যাবার কথা রয়েছে বাংলাদেশের। আর ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। সফরে তিনটি করে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি এবং দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন ও তানবীর হায়দার।

স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন।