বলিউডের এই সেলেবদের কাছে বয়স হার মেনেছে
প্রকাশ: ২০১৬-১১-০৫ ১৬:১৪:১৪
বলিউডের এই সেলেবরা যেন বয়সকে সিন্দুকে আটকে রেখেছেন। বয়স এদের কাছে শুধুমাত্র সংখ্যা। ত্বকের ভাজ বাড়ছে। চুলের রং ক্রমশই ফিকে হচ্ছে। কিন্তু তাদের কারিশমা যেন বেড়েই চলেছে। এখনো হাঁটুর বয়সী নায়ক-নায়িকাদের সঙ্গে সমান তালে টক্কর দেন। তামাম দর্শকরা মুগ্ধ হয়ে দেখেন এই তারকাদের। বয়স তাদের কাছে সত্যিই হার মানে। এক নজরে দেখে নিন তেমনই কয়েক জন বলিউডি সেলেবকে।
শ্রীদেবী যিনি এখনো বলি-ডিভা। ৫৩ বছর বয়সেও তিনি স্টাইল আইকন।
রেখা বলিউডের সেরা সুন্দরীদের মধ্যে একজন, তা সকলেই এক বাক্যে মানেন। তিনি বলিউডের রহস্যময়ী সুন্দরী রেখা। তার বয়সী নায়িকারা যখন কারিশমা খোয়াতে বসেছেন। তখনও তিনি মোহময়ী।
বিগ-বি যিনি বি-টাউনের শাহেনশা। বয়স তার কাছে কোনওরকম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এখনো একের পর এক ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি।
কেউ বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। ৫১ বছরে পা দিয়েছন শাহরুখ খান। এখনও তিনি তাঁর হাঁটুর বয়সী নায়কদের থেকে এখনো অনেকটা এগিয়ে।
মিস্টার পারফেক্টশনিস্টও পা দিলেন ৫১ বছরে। কিন্ত এখনো তিনি নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে যে কোনো চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন।