আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার ‘হোসনি দালান’
আপডেট: ২০১৫-১০-২৪ ১৮:১২:১১
রাজধানীর পুরান ঢাকায় হোসনি দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে করা বোমা হামলার ঘটনায় বেশ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসির প্রচ্ছদে সাড়ে ১২টার দিকে ‘ওয়ান ডেড ইন অ্যাটক অন ঢাকা শিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশে শিয়া মুসলিমদের ওপর এক বোমা হামলায় ১ জন নিহত হয়েছে এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে।’
‘ডেডলি ব্লাস্ট হিট শিয়াস মার্কিং আশুরা ইন বাংলাদেশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘পুরান ঢাকায় আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের জমায়েতকে লক্ষ্য করে এক সিরিজ বোমা হামলায় অন্তত একজন নিহত এবং ডজনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।
বৃটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে ‘ওয়ান কিলড অ্যান্ড স্কোরস ওউন্ডেড ইন অ্যাটাক অ্যাট শিয়া সাইট ইন বাংলাদেশ কেপিটাল’ শিরোনামে। টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে ‘ব্লাস্টস ইন বাংলাদেশ টার্গেট শিয়াস, কিল এট লিস্ট ওয়ান, অউন্ড ডজেনস’।
এদিকে এ ঘটনাকে মসজিদে বোমা হামলা বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘ডেইলি পাকিস্তান’। শনিবার ১২টা ৪১ মিনিটে প্রত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশিত ওই সংবাদের শিরোনামে লেখা হয়েছে ‘বাংলাদেশে মসজিদে বোমা বিস্ফোরণে ১ জন নিহত, আহত ৮০’। ডেইলি পাকিস্তানের সংবাদের জন্য ব্যবহৃত ছবিটিও হোসনি দালানের বা সংবাদ সংশ্লিষ্ঠ ছবি নয়।
এছাড়াও ক্যাচ নিউজ, সান টাইমস নেটওয়ার্ক, নিউজ ইউনাইটেড, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস প্রভৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস