এইচআর টেক্সটাইলের ইপিএস কমেছে ৬০ শতাংশ

প্রকাশ: ২০১৬-১১-০৬ ১৩:৩৩:২৫


বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের প্রথম প্রন্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা; যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম। গত বছর একই সময়ে ছিল ৫৮  পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য বেরিয়ে আসে। আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন,২০১৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির এনএভি ছিল ১৪  টাকা ২৩ পয়সা।

সানবিডি/ঢাকা/এসএস