এবার গিনেস বুকে নাম লেখাবেন জ্যাকুলিন
প্রকাশ: ২০১৬-১১-০৬ ১৪:০২:৩২
এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্ডেজ। ৬০ সেকেন্ড অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক ধরে রেখে ১০০ নারীর সঙ্গে গিনেস বুকে নাম তুলবেন তিনি। উল্লেখ্য এর আগে আরেক বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান।
সংবাদমাধ্যমকে জ্যাকুলিন জানিয়েছেন, নারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে ও লক্ষ্য স্থির করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। সেই সঙ্গে জ্যাকলিন নিজের ফেসবুকে এর ঘোষণাও দিয়েছেন। আগামীকাল ৬ নভেম্বর বিকেলে রিলায়েন্স জিও গার্ডেনে তিনি এ রেকর্ড গড়বেন। জ্যাকুলিনের ডু ইউ ক্যাম্পেনের অংশ এটি। নিজের ব্র্যান্ডের প্রোমোশনও করবেন তিনি সেদিন। সবাইকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছেন।
ফিটনেস নিয়ে জ্যাকুলিন সবসময়ই সচেতন ছিলেন। আগামী বছর ম্যারাথনেও দৌড়াবেনও তিনি। ফিটনেস বজায় রাখতে ওয়ার্কআউট ছাড়া ডায়েটিং করাকে তিনি সময় নষ্ট বলে মনে করেন।
এ প্রসঙ্গে জ্যাকুলিন জানিয়েছেন, ‘ওজন বৃদ্ধি বা হ্রাসের সময় আমাদের শরীরের যেন কখনও মনে না হয়, আমরা তাকে শাস্তি দিচ্ছি। যখন শরীর খুশি ও নিশ্চিন্ত থাকবে, তখনই একমাত্র তা সম্ভব।’।