‘প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব’
আপডেট: ২০১৬-১১-০৭ ১২:২৩:৩৮
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক হিন্দু সম্প্রদায়কে গালি বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেতিনি বলেন, গালি দিয়েছি, এ কথা কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করব।
রোববার দুপুরে নাসিরনগর আশুতোষ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার দাবি, শত্রুপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে।
মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে রসরাজ জড়িত নয়। ঢাকা থেকে রসরাজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়েছে। বর্তমানে ছবিটি ল্যাবে পরীক্ষাধীন আছে।
এছাড়া ছায়েদুল হক যারা ভাংচুরে অংশ নিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এলাকার মুসলমানদেরও হিন্দু ভাইবোনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এর আগে নাসিরনগর প্রেসক্লাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হকের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন হিন্দু সম্প্রদায়ের একাংশের লোকজন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মন্ত্রী কখনোই হিন্দু সম্প্রদায়কে গালি দেননি।
প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে কয়েকটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
সানবিডি/ঢাকা/এসএস