ফের কাছাকাছি সালমান–ক্যাট!
প্রকাশ: ২০১৬-১১-০৭ ১২:৩৪:৩৫
২০১২ সালে মুক্তি পেয়েছিল সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। সম্প্রতি ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল নির্মানের ঘোষণা করেছে ‘যশরাজ ফিল্মস’। যার ফলে আবারও কাছাকাছি আসতে যাচ্ছেন সালমান–ক্যাটরিনা। তাইতো এখন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিং শুরুর অপেক্ষায় আছেন এই দুই তারকার ভক্তরা।
পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং সেরেই নতুন এই ছবির কাজে হাত দেবেন সালমান। আর রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুস’ ছবির প্রচারপর্ব মিটিয়ে ক্যাটরিনাও যোগ দেবেন বলে জানা গেছে। তাইতো ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে বলিউডে। ধারনা করা হচ্ছে, রণবীরের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ায়, এখন সাবেক প্রেমিক সালমানের সান্নিধ্য পেতে উঠে পড়ে লেগেছেন ক্যাটরিনা।
অপরদিকে বান্ধবী ইউলিয়ার সঙ্গেও সম্প্রতি সম্পর্কটা ভাল যাচ্ছে না সালমানের। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতেই, একবাক্যে রাজি হয়ে যান সালমান-ক্যাট দু’জনই। এখন দেখা যাক শ্যুটিং চলাকালীন সময়ে পুরনো সম্পর্ককে নতুন রূপ দিতে কতটুকু ইচ্ছুক তারা।
সানবিডি/ঢাকা/এসএস