যুক্তরাষ্ট্রের দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-০৬ ১৯:২৭:১৬
যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির সঙ্গে অধ্যাপক ড. ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তার সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উচ্চতায় যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রয়েছে।
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা টুইটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত ভুল তথ্য দেয়া হয়েছে, তাই তিনি টুইট করেছিলেন। আগে তিনি পার্টির প্রতিনিধি ছিলেন, এখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন তিনি বাংলাদেশ সম্পর্কে সত্যটা জানতে পারবেন।’
বিএইচ