মেয়াদ বাড়ল ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের

আপডেট: ২০১৬-১১-০৭ ১৬:২২:১৩


Cabinetপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এই সংশোধনীতে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়।

এ বছরের ৩০ জুন একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হওয়ার কথা ছিল। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবদিকদের জানান, ২০০৯ সালে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটি চালু হয়েছিল। সারা দেশের ৬৪টি জেলার ৪০ হাজার ৫২৭টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম চলে আসছে।

তবে ২০১৩ সালে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করার সময় ব্যাংকটির অধ্যাদেশে বলা ছিল, ২০১৬ সালের ৩০ জুন থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি এই ব্যাংকের অধিভুক্ত করা হবে। তবে সরকার এখন মনে করছে, এই প্রকল্পটি আরো এক বছর চালু রাখা প্রয়োজন।

এ জন্য আগামী বছরের ২ জুন পর্যন্ত এটি প্রকল্প হিসেবে চালু থাকবে। ওই দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সানবিডি/ঢাকা/এসএস