শিরিন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-০৬ ২১:৫৪:৫৭


স্বৈরাচারী আওয়ামী সরকারের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসাবে গোপনে তার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় বিক্ষোভ করেছে প্রতিবাদে গণঅধিকার পরিষদ। বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তাৎক্ষণিক এ বিক্ষোভ সমাবেশ করে দলটি।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ ছাড়তে হবে।

সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পতিত স্বৈরাচারের দোষররা ছাত্র জনতার সরকারের বিভিন্ন চেয়ারে এখনো বসা। এদের চেয়ারে বসা রেখে বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। একইসাথে আ’লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেন ফারুক হাসান।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন, সাবেক যুবনেতা মোজাম্মেল মিয়াজি, আবু তৈয়ব, পিআরপির তরিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন-সহ প্রমুখ।

বিএইচ