কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-০৭ ১৩:৩৬:৩৯
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১৪-এর যৌথ দল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে নেত্রকোণার সদর থানা শ্রীধরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। নেত্রকোণা সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে আবুল হোসেন অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
মীর আবিদুর রহমান বলেন, এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। এরপর আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএইচ