শ্যুটিং স্পট: ‘পাগলের মতো ভালোবাসি’
প্রকাশ: ২০১৬-১১-০৮ ১৭:৩৯:০৬
আসছে শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্র ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটিতে অভিনয় করছেন সুমিত, আসিফ নূর ও নবাগত অভিনেত্রী অধরা খান। চলতি বছর জানুয়ারিতে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’ চলচ্চিত্রের শুটিং। ত্রিভুজ প্রেমের গল্পে এটি নির্মাণ হচ্ছে।
দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করার পর বর্তমানে ঢাকায় ছবিটির শুটিং চলছে। এরমধ্যে উত্তরা, হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিং স্পটে শুটিং হয়েছে। শুটিংয়ে অংশ নেন সুমিত, আসিফ ও অধরা।
‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় এখন চলছে শেষপর্বের শুটিং। গেল কয়েকদিন বৃষ্টির কারণে শুটিং বন্ধ ছিল।
অভিনেতা আসিফ নূরের এটি দ্বিতীয় চলচ্চিত্র। এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ তার প্রথম সিনেমা, আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি অসাধারণ একটি গল্প নিয়ে নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন আসিফ।
তিনি আরো জানিয়েছেন, এখানে ইউনিভার্সিটি পড়ুয়া একজন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেতা আসিফ নূর তার ফেসবুক আইডিতে বিভিন্ন লোকেশনে শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন ভক্তদের জন্য।
রাজধানী বিভিন্ন লোকেশন থেকে শ্যুটিংয়ের সময় সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পাগলের মতো ভালোবাসি’ নামের পেজে ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করছেন সিনে কলাকুশলী।
এই পেজে আসিফ ও অধরার একটি গানের শ্যুটিংয়ের ছবি শেয়ার করা হয়। পোস্টটিতে লেখা হয় ‘কিছু জংলীর সাথে আসিফ ও অধরা’।
বেশিরভাগ গান কক্সবাজারে শ্যুট হয়েছে। আরাবী ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। ছবির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।
আসিফ-অধরার পাশাপাশি এখানে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ, আসিফ প্রমুখ। ছবিটি আগামী বছরের মার্চ মাস নাগাদ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।