প্রথম ভোটকেন্দ্রে এগিয়ে ট্রাম্প

প্রকাশ: ২০১৬-১১-০৮ ১৭:৪১:২২


Hilari.Trampনিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলে একটি ছোট ভোটকেন্দ্রে জয় দিয়েই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু করলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে সেই কেন্দ্রে ভোটার ছিলো মাত্র আটজন।
এই আট ভোটের চারটিই পড়েছে হিলারির পক্ষে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুইটি ভোট। গ্যারি জনসন ও মিট রুমি পান একটি করে ভোট।
নিউ হ্যাম্পশায়ারের ভোট কেন্দ্রটিতে ভোটারের চেয়ে সাংবাদিকদের সংখ্যাই ছিলো বেশি। তবে এই ফলে নিশ্চিতভাবেই মানসিকভাবে এগিয়ে থাকবেন হিলারি। গত তিনবারের নির্বাচনেও এখান থেকে ডেমোক্রেট প্রার্থীরা জয় পেয়েছিলেন।
আরেকটি কেন্দ্রেও ১৭-১৪ ব্যবধানে ভোট জিতে নেন হিলারি। কিন্তু শেষ ভোটকেন্দ্রে ১৬-৪ ব্যবধানে জিতে নেন ট্রাম্প। ফলে সব মিলিয়ে জয় হয় ট্রাম্পেরই। ৩২-২৫ ভোটে জিতেছেন রিপাবলিকান প্রার্থী।
এই এলাকায় ভোটার সংখ্যা সব মিলিয়ে ১০০-এর নিচে। প্রতিবারের মতো এবারও সবার আগে ভোট দিয়েছেন তারা। সিএনএন