চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-০৮ ১৮:৫৮:৫৬


সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শুক্রবার (৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করবেন।

সফরকালে চীনে অনুষ্ঠিতব্য চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ও এ-সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন তিনি।

এ ছাড়া চাইনিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন বিমানবাহিনী প্রধান।

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

সফর শেষে আগামী ১৬ নভেম্বর বিমানবাহিনী প্রধান দেশে ফিরবেন।

বিএইচ