ট্রাম্পের জয়ের সম্ভাবনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়
প্রকাশ: ২০১৬-১১-০৯ ১২:০২:০৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে আর কিছু সময় বাকি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যেরে ফলাফল চলে এসেছে এবং দেখা যাচ্ছে ট্রাম্প হিলারির তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন। নির্বাচনের এই ফলাফলকে ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো সরগরম হয়ে উঠেছে।
ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখে মানুষের বিস্ময় আর তীব্র প্রতিক্রিয়াই মূলত প্রকাশ পাচ্ছে সামাজিক মাধ্যমে। কারণ কিছুদিন আগেও ধারণা করা হচ্ছিল হিলারি ক্লিনটন আগাম জয় পেয়ে যাবেন, অথচ তীব্র সমালোচনার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প এখন জয়ের দিকে এগোচ্ছেন।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বসবাসকারী এক বাংলাদেশি তরুণী শারমিন শহীদ তার ফেসবুক পাতায় লিখেছেন, মনে হচ্ছে যেন সিএনএনে বিশ্বকাপ দেখছি। এই প্রতিযোগিতা আর খুব বেশি সময় সইতে পারব না। হিলারি এগিয়ে যাও। বিশ্বকে বিরাট লজ্জা থেকে বাঁচাও।
বেশিরভাগের মন্তব্যই ছিল হতাশাসূচক। ফারহানা ফাবিন নামে ফেসবুকে একজন মন্তব্য করেছেন, ট্রাম্প জিতুক হারুক সেটা পরের কথা। ট্রাম্পের এত সাপোর্টার আছে সেটা দেখেইতো আমি অবাক! সোনাল নামে একজন লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে! খবর: বিবিসি বাংলা।