নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১০ ১৮:০৭:৩১
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। তাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের মধ্যে অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের অভিযোগ, এক ব্যক্তি একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। এ জন্য উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছেন তারা।
এম জি