বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নাম চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১০ ১৯:১৪:০৭


জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে সরকার ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে। আন্দোলনে নিহত বা নিখোঁজ বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহত, নিখোঁজ, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন, আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অথবা আন্দোলনে সম্পৃক্ত হয়ে অন্যভাবে মৃত্যুবরণ করা ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হবে।

এছাড়া, ইতোমধ্যে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহিদদের নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd-তে প্রকাশ করা হয়েছে।

নিহত বা নিখোঁজ ব্যক্তির পরিবার বা আত্মীয়রা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতার কাছে আবেদন পাঠাতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা-১০০০। এছাড়া, ই-মেইল আবেদনের জন্য muspecialcell36@gmail.com ঠিকানায় আবেদন করা যাবে।

এম জি