বিদেশি বিজ্ঞাপন ও স্টার জলসা
প্রকাশ: ২০১৬-১১-০৯ ১৩:২৫:৫২
প্রতিদিনের মতো আজও চায়ের কাপে চুমুক দিয়ে সেলু ভাইয়ের সাথে একটা বিতর্কে ফেঁসেছি। সেলু ভাই খুব ভালো মানুষ তবে রেগে গেলে অনেক খারাপ লোকের চেয়েও আরো খারাপ হয়ে যায়। উনার সাথে দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় ভাল লাগে। আজকের প্রসঙ্গ, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন ও স্টার জলসা কেনো এদেশে চলে সে সম্পর্কে সেলু ভাইয়ের ক্ষোভের অন্ত নেই। তার ভাষ্যমতে- ”হালার টিপিই দেখতাম না, দেশিরা বিদেশি চ্যানেলো বিজ্ঞাপন দিয়ে বেহুদা ট্যাকা দেয়।
ধান্দাবাজ স্টার জলসা দেখে। কেন আমরার দেশটা কি পচে গেছে! হালারা কিছু বানাইবার পারে না?” আমি বললাম- ভাই শুনেন রাগ কইরেন না, আপনে রাগ করলে তো আর বিজ্ঞাপন বা টিভি চ্যানেল বন্ধ হবে না। আমাদের দেশেও ভালো মানের বিজ্ঞাপন ও নাটক, চলচ্চিত্র তৈরি করার মতো লোক আছে তবে এটা জানেন তো ”দেশের গরু দেশে ঘাস খায় না।
ধুর মিয়া তুমি আছো তোমার গরুর ঘাস লইয়া, তুমি জানো বিয়ের পর থেকে তোমার ভাবি আমার কত খবর রাখতো এখন খালি স্টার জলসা আর কি সব বিজ্ঞাপন লইয়া ব্যস্ত থাকে। আমার খবর নেয়ার দরকারও মনে করে না, আজকে একটা বিহিত করতে হবে। বউ থাকবো নয়তো বিদেশি চ্যানেল থাকবো। শালিরে বিদেশি চ্যানেলে ভাত খাওয়াইবো।
ভাই টেনশন কইরেন না সব ঠিক হয়ে যাবে। আমরা একটু কষ্ট করে মফস্বল এলাকায় চোখ-খোলে লেখক খোঁজলেই ভালো মানের গল্পকার পাবো আর তখন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র নিয়ে আর ঝামেলা থাকবে না। প্রতিদিন ভাবিও দেশীয় চ্যানেলে চোখ রাখবে ও আপনার প্রতিও মন দেবে।
শফিকুল ইসলাম
বাংলা বিভাগ, মাস্টার্স শেষ পর্ব, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।