মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ১৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-১১ ১৪:৩৫:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- ইনটেক অনলাইন, ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটি কনসালটেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটি কনসালটেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার লেনদেন ১২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এবং ইনটেক অনলাইনের শেয়ার লেনদেন ১৪ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটি কনসালটেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার লেনদেন ১৪ নভেম্বর বন্ধ থাকবে আর ইনটেক অনলাইনের শেয়ার লেনদেন ১৭ নভেম্বর বন্ধ থাকবে।

 

এসকেএস