দেশবাসীকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১৪:০৮:৩৯


trump-1নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ী হওয়ার পর দেয়া ভাষণের শুরুতে তিনি জানান, তিনি তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছ থেকে ফোন পেয়েছেন। হিলারি তাকে অভিনন্দন জানিয়েছেন।

ট্রাম্প জানান, তিনিও হিলারি ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন নির্বাচনের মতো কঠিন লড়াইয়ে অংশ নেয়ার জন্য।

প্রেসিডেন্ট নির্বাচনের এ লড়াইকে ট্রাম্প ‘দীর্ঘ ও কঠিন’ হিসেবে আখ্যা দেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। ট্রাম্প আরও বলেন, তিনি সব আমেরিকান নাগরিকের প্রেসিডেন্ট হতে চান।

ট্রাম্প বলেন, ১৮ মাসের এ লড়াই তার জন্য সহজ ছিল না। কিন্তু কঠিন এ লড়াইয়ে ঐতিহাসিক জয় এনে দিতে যারা সত্যিকার অর্থেই সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। পুরো ভাষণ জুড়েই ট্রাম্প বেশ কয়েকবার ‘থ্যাংক ইউ, অল’ শব্দগুলো উচ্চারণ করেছেন ট্রাম্প।