ট্রাম্পকে শেখ হাসিনার শুভেচ্ছা
আপডেট: ২০১৬-১১-০৯ ১৫:৪৭:৩০
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নির্বাচনে জয়ী হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ অভিনন্দন জানান।
এর আগে সব জনমত ও জরিপকে উপেক্ষা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবারের নির্বাচনের ঘোষিত ফলাফলে ২৭৯ ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। বিপরীতে হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।