ধুনটে মাদকসহ আটক ৩

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১৫:৫৭:০২


Atok.1বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন- ধুনট পৌর এলাকার পশ্চিম ভারশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩২), সদরপাড়ার উপেন্দ্রনাথ সাহার ছেলে উত্তম কুমার সাহা (৩৫) ও ছব্দের আলীর ছেলে শরীফ উদ্দিন (২৫)। এর আগে ৮ নভেম্বর রাতে ধুনট গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধুনট থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তম, উজ্জল ও শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে।
পুলিশ ক্রেতা সেজে ধুনট গ্রাম থেকে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ মামলার আসামি উত্তম কুমার ছিনতাই ও মাদকদ্রব্য আইনে দুই মামলার আসামি উজ্জলকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এছাড়া শরীফ উদ্দিনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।