২ ঘণ্টায় লেনদেন ৩১৫ কোটি টাকা

প্রকাশ: ২০১৬-১১-১০ ১৩:২১:১৪


DSE.CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ৩১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। আর দর কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৯৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছ ৪৫টির।