গাইবান্ধায় কারাবন্দি বিএনপি নেতা ডলারের মৃত্যু

প্রকাশ: ২০১৬-১১-১২ ১০:২৪:৫২


gobindagonj-bnpগাইবান্ধা জেলা কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলারের (৪৮) মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েছে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেল পুলিশ সুপার মো. মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাওছুল আজম ডলার গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা।

নাশকতা মামলায় গত (৫ অক্টোবর) রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।