ট্রাম্প জিতেছে, কী করবেন এসব হলিউড তারকা?
প্রকাশ: ২০১৬-১১-১২ ১২:৫১:৩২
হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে অনেক হলিউড তারকা আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প জিতলে আমেরিকা ছাড়বেন তারা। এ তালিকায় আছেন মাইলি সাইরাস, স্যামুয়েল এল জ্যাকসনের মতো বড় বড় তারকাদের নামও। কয়েক মাস আগে মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস বলেন, ছিঃ! এই লোকটা প্রেসিডেন্ট হলেই আমি আগে দেশ ছেড়ে দেব।
আমেরিকার জনপ্রিয় কমেডিয়ান জন স্টুয়ার্ট বলেছিলেন, ‘ট্রাম্প জিতলে আমি রকেটে বসে পড়ব, সোজা অন্য গ্রহে। কারণ, এই গ্রহটা আর বাসযোগ্য থাকবে না!’ স্টুয়ার্ট তার বাসযোগ্য গ্রহ খুঁজে পেয়েছেন কি না জানা যায়নি। মার্কিন লেখিকা, প্রযোজক, কমেডিয়ান অ্যামি শুমার বলেছিলেন, আমি স্প্যানিশ শিখব। কারণ ট্রাম্প জিতলে আমি স্পেনের কোথাও একটা পালাব। এখানে থাকা যাবে না।
মার্কিন অভিনেত্রী লিনা ড্যানহাম বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমি কানাডা চলে যাব। এ বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমি কানাডাকে ভালবাসি। কানাডায় থেকেও কাজ চালিয়ে যেতে পারব। মার্কিন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন বলেছিলেন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট হন, তাহলে দক্ষিণ আফ্রিকায় চলে যাব আমি।’’ ব্রিয়ান ক্র্যানস্টন বলেন, আশা করি ঈশ্বর ওকে প্রেসিডেন্ট করবেন না।
তা হলে আমি নিশ্চিত দেশ ছাড়ছি। বারবারা স্ট্রেইস্যান্ড নামের আরেক মার্কিন অভিনেত্রী বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদপ্রার্থী! আমি বিশ্বাসই করতে পারছি না। এই লোকটা জিতলে আমি দেশে ফিরব না। কানাডায় পালাব! বুধবার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এসব মার্কিন তারকা এখনও দেশ ছেড়েছেন কী না এখনো জানা যায়নি।