দর্শনা বন্দরে পৌঁছালো ৩০ ভারতীয় রেলের ওয়াগন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-১৬ ১৯:৩৫:৩২
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ৩০টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা বন্দরে প্রবেশ করেছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মালবাহী রেল ওয়াগানগুলো দর্শনা বন্দরে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন সরকার এই ওয়াগনগুলো কিনতে চুক্তি করে। সে অনুযায়ীশনিবার ৩০টি বিসি মালবাহী ওয়াগন ও একটি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে।
ভারতের বিএলএন গেদে রেলস্টেশন থেকে ছেড়ে এসে দুপুর সারে ১২টার দিকে ওয়াগনগুলো দর্শনা রেলবন্দরে এসে পৌঁছায়।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, এসব ওয়াগন ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা
রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে।
বিএইচ