ঈশ্বরদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে হাজারো মানুষ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-১৮ ০৯:৪৪:০২
ঈশ্বরদীতে রেলগেটের মাঝামাঝি স্থানে সান্টিংয়ের সময় একটি মালবাহী ট্রেনের দুটি ওয়াগন বগি লাইনচ্যুত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রেলগেটের উভয় পাশের হাজার হাজার মানুষ ও যানবাহন।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ইয়ার্ডে সান্টিং করার সময় এ ঘটনা ঘটে। রেলগেটের মাঝখানে ওই ট্রেনের বগি দাঁড়িয়ে থাকায় সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে স্টেশন সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে প্রায় আধাঘণ্টা রেলগেট বন্ধ ছিল। খবর পেয়ে রেলের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ওয়াগন থেকে অন্য ওয়াগন আলাদা করে ইঞ্জিনসহ ট্রেনের কিছু অংশ ইয়ার্ডে নেওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়।
ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশনমাস্টার মাহাবুবা খাতুন জানান, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারনে প্রায় আধাঘণ্টা রেলগেট বন্ধ রাখতে হয়েছিল। তবে ডাবল লাইন থাকায় বিকল্প পথে অন্যান্য ট্রেন চলাচল করেছে। এ ঘটনায় অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
এনজে