দুটি কাজ ওবামা কখনোই করবেন না
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১১:৩৩:০১
ফার্স্ট লেডি মিশেল ওবামার সাবেক ফার্স্ট লেডি হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। হোয়াইট হাউস ছেড়ে তাকে চলে যেতে হবে। নতুন যে বাসাটিতে ওবামা দম্পতি উঠছেন সেটি হোয়াইট হাউস থেকে খুব বেশি দূরে নয়।
হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর ওবামা কী করবেন- তা নিয়ে আগ্রহের কমতি নেই কারো। সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর পক্ষ থেকেও তাকে একই প্রশ্ন করা হয়।
জবাবে মিশেল বলেছেন, তিনি দুটি কাজ কখনোই করবেন না। এর একটি হলো – তিনি কখনো প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। আর অন্যটি হলো- সংবাদমাধ্যমে বক্তৃতা-বিবৃতি দিয়ে বেড়াবেন না তিনি।